অপরাধ ও আদালত
0

শেখ হাসিনা ও পরিবারের রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি গঠন

শেখ হাসিনা ও তার পরিবারের ৬০ কাঠাসহ রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে হাইকোর্ট। এই কমিটিকে চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই আদেশ দেন।

একই সাথে শেখ হাসিনার পরিবারের ছয়টিসহ অনিয়মকৃত অন্যান্য প্লট কেন বাতিল হবে না তা জানতে চেয়ে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকসহ সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছে আদালত।

রিটকারীদের আইনজীবী মিসবাহউদ্দিন জানান, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পূর্বাচলে রাজউক নিউ টাউন প্রকল্পে ২৬ হাজার প্লট বরাদ্দর মধ্যে ৮৫০টিতে নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়ম তদন্তে হাইকোর্টের সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে আদালত।

গত ১০ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, জয়, পুতুলসহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলসহ রাজউকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর