অপরাধ ও আদালত
2

গৃহকর্মী নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহানের রিমান্ড

বসুন্ধরা আবাসিক এলাকায় শিশু গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দিনাত জাহান আদরের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (রোববার, ২০ অক্টোবর) বিকেলে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের শিশু কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণী দিনাত জাহান আদরকে।

নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, ‘আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।’

আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং দাঁত উপড়ে ফেলা হয়েছে।

এছাড়া চুল স্ট্রেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে শরীরের নানা অংশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর