আজ (রোববার, ৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তা এখনও জানানো হয়নি।
সাবের হোসেন চৌধুরী বিগত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়া সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ছিলেন।