দেশে এখন
অপরাধ ও আদালত
0

রানা প্লাজার সোহেল রানার ছয় মাসের জামিন

সাভারের রানা প্লাজা ধসে হাজারের বেশি মানুষ মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা থেকে ভবন মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা। অন্যদিকে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন, ‘হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

২০২৩ সালের ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে প্রথমবার জামিন দেয় হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ। ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি রানা। সেই আবেদনের প্রেক্ষিতে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের পাশে থাকা রানা প্লাজা ধসে পড়ে। এসময় ভবনটির কয়েক তলা নিচে দেবে যায়। এ দুর্ঘটনায় ওই ভবনের পোশাক কারখানার ১ হাজার তিনশ'র মতো শ্রমিক নিহত হন। আহত হন দুই হাজারের বেশি মানুষ। এটিকে বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

রানা প্লাজায় পোশাক কারখানা, একটি ব্যাংক এবং একাধিক দোকান ছিল। সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে। ভবনটিতে ফাটল থাকার কারণে ব্যবহার না করার সতর্কবার্তা দেয়া হলেও অভিযোগ রয়েছে মালিকপক্ষ তা উপেক্ষা করেছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর