মামলা দু’টির নম্বর হচ্ছে ১৩০ ও ১৩১। মামলায় দেশ টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী আরিফ হাসান এবং টেলিভিশনটির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে।
মামলায় বলা হয়, ওরিয়নের ছয়টি বিদ্যুৎকেন্দ্র এবং ফ্ল্যাগশিপ প্রকল্প 'যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার' নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় প্রতিবেদন দু'টিতে।
যার ফলে তাদের ক্ষতি হয়েছে। নিজস্ব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে না পারলেও ওরিয়নের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সরকারি তহবিল আত্মসাৎ ও বিদেশে পাচারের মিথ্যা অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে এবং ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যয় বাড়ানো ও শেয়ারধারীদের অপসারণের মিথ্যা অভিযোগও আনা হয়।
এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেয়ার পরও এসব ভুল সংশোধন করেনি দেশ টিভি। ফলে বাধ্য হয়ে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওরিয়ন গ্রুপ।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওরিয়ন গ্রুপ। এতে বলা হয়, ওরিয়নের ছয়টি বিদ্যুৎকেন্দ্র এবং ফ্ল্যাগশিপ প্রকল্প– যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় গণমাধ্যমটির সম্প্রচারিত খবরে, যার ফলে তাদের ক্ষতি হয়েছে।