দেশে এখন
অপরাধ ও আদালত
0

সাবেক এমপি জর্জ ৩ দিনের রিমান্ডে

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকীও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে মৌসুমি বেগম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিতে গুলিবিদ্ধ। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর