দেশে এখন
অপরাধ ও আদালত
0

মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড

একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে আলাদা হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রমনা থানার হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড চায় পুলিশ। এবং সাংবাদিক শ্যামল দত্তকে ভাটারা থানার হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চাওয়া হয়।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিনজনকে দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত'র বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগের কথা বলেন বাদী পক্ষের আইনজীবী।

গতকাল (সোমবার, ১৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় তাদের আটক করা হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে স্থানীয় জনতার কাছে ধরা পরে। পরে স্থানীয়রা ভোর ছয়টায় তাদের থানায় হস্তান্তর করে।

এছাড়াও তাদের সঙ্গে আটক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং রেন্ট-এ-কারের ড্রাইভার সেলিম।

এসএস