ফেনী ব্যাটালিয়ন ৪ অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার খুরশিদ আলম জানান, এ সীমান্ত এলাকা কিছুটা পাহাড়ি ঘন গাছ বেষ্টিত ও নির্জন। মধ্যরাতে কার্টুন ভর্তি এসব ইলিশ ভারতে পাচারের চেষ্টা চলছিলো।
এ সময় আমাদের টহল দলকে দেখে চোরকারবারিরা ইলিশ রেখে পালিয়ে যায়। সীমান্তে এখন আমাদের কড়া পাহারা চলছে, যাতে অবৈধ কিছু প্রবেশ বা বের হতে না পারে।
আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) এসব ইলিশ নিলামে বিক্রি করা হয়। নিলামে ১৮ পিস ইলিশের দর ওঠে ২১ হাজার ৬০০ টাকা।