অপরাধ ও আদালত
0

ময়মনসিংহে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

ময়মনসিংহ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রিদোয়ান হাসান সাগর (২২) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, সাবেক মেয়র ইকরামুল হক টিটুসহ ১১১ জনসহ অজ্ঞাত আরও ৩০০ আসামি করে আদালতে মামলার আবেদন করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আজ (রোববার, ৮ সেপ্টেম্বর) সকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। এ সংক্রান্ত আরো কোনো মামলা আছে কীনা ১৫ সেপ্টেম্বরের মধ্যে কোতোয়ালী থানাকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক এ কে এম রওশন জাহান।

মামলার আইনজীবী নুরুল হক বলেন, 'মামলার আবেদন গ্রহণ করে সাগর হত্যার ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কি না তা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জানাতে কোতোয়ালী থানাকে নির্দেশ দেয়া হয়েছে। দেশব্যাপী গণহত্যার অংশ হিসেবে শিক্ষার্থী সাগরকে গুলি করে হত্যা করা হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা দেবে বলে আশা আইনজীবীদের।'

মামলার বাদী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, 'প্রকাশ্যে দিবালোকে সাবেক এমপি মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে, কুপিয়ে হত্যা করেছে।' জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপি এ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ১৯ আগস্ট বিকেলে টাউন হল মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফেরার পথে নগরীর মিন্টু কলেজ এলাকায় শির্ক্ষাথীদের উপর হামলা করে আওয়ামীলীগ কর্মীরা। এসময় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিদোয়ান হাসান সাগর। সে আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর