দেশে এখন
অপরাধ ও আদালত
0

হৃদয় আহমেদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দিলীপ কুমার আগারওয়াল

ঢাকা

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  আজ (শনিবার,৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে  বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে হাজির করা হয়।

এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাদেক। অসুস্থতা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিবেচনায় জামিন ও কারাগারে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেন দিলীপ কুমার আগারওয়ালের আইনজীবী।

পক্ষান্তরে জামিন বাতিল চান প্রসিকিউশনকে সহায়তা করা আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেইসাথে কারাবিধি অনুযায়ি ব্যবস্থা নিতে কারাগারের প্রতি নির্দেশ দেয়া হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর