অপরাধ ও আদালত
0

৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ (বুধবার, ৪ সেপ্টেম্বর) সকালে পৌণে সাতটার দিকে তাকে আদালতে আনা হয়। সাবেক এ আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আদালতে আনার পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সম্পর্কিত অন্যান্য খবর