অপরাধ ও আদালত
0

গ্রেপ্তারের পর অসুস্থতা বিবেচনায় আনোয়ার হোসেন মঞ্জুর জামিন

অসুস্থতা বিবেচনায় জামিন দেয়া হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে। এর আগে আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায়, ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তিনি জামিন পেয়েছেন।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) জানান, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী।

এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) দায়িত্ব পালন করেছেন। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য তিনি।

তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর