দেশে এখন
অপরাধ ও আদালত
0

সিলেট সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন- ভারতে পালিয়ে যাওয়ার পথে আটক হন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কোনো খোঁজ মিলছিল না। এরইমধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মানহানির মামলা হয়।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে নোয়াখালীর আদালতে আরেকটি মামলা হয়।

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন তিনি।

tech