অপরাধ ও আদালত
0

সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকবো: আইন উপদেষ্টা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকবো বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ (বুধবার, ১৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তীকালীস সরকারের আইন উপদেষ্টা বলেন, ‘সাগর-রুনি হত্যার বিচার অবশ্যই হবে। বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকবো।’

সাগর-রুনি হত্যার বিচার গতি পাবে কিনা জানতে চাওয়া হলে অধ্যাপক আসিফ নজরুলে বলেন, ‘অবশ্যই হবে। আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এই বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না, এমন একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে কীভাবে প্রহসন করা হয়।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। তাদের একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ (৫) সেসময় বাড়িতে ছিল।

খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন (প্রয়াত) বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। খুনের দুই দিন পর পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহামুদ খন্দকার বলেছিলেন, তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ।

চার দিন পর মামলার তদন্ত ভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তবে তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে এ মামলার তদন্ত করছে র‍্যাব।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এ সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর