গতকাল মঙ্গলবার (২০ মে) জাফলং, সাদা পাথর ও কানাইঘাটসহ বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটের সুরমা পয়েন্টের পানি এখনো ৩ দশমিক ৫৯ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ৪১ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এছাড়াও সারিঘাট, শেরপুর, আমলশীদ, জাফলংসহ বেশ কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেনি। তবে টানা বৃষ্টিপাত হলে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।