শ্রমিক অসন্তোষ কাটিয়ে খুলেছে প্যাসিফিক জিন্সের ৮ কারখানা, কাজে ফিরলেন ৩৫ হাজার শ্রমিক

প্যাসিফিক জিনসের কারখানা ও লোগো
প্যাসিফিক জিনসের কারখানা ও লোগো | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি কারখানা খুলেছে আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর)। কাজে যোগ দিয়েছেন এসব কারখানার প্রায় ৩৫ হাজার শ্রমিক।

শ্রমিক ও মালিকপক্ষের বিরোধের জেরে গত ১৬ অক্টোবর এক নোটিশে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সে হিসাবে ৮ দিন পর আবারও কর্মমুখর হলো দেশে পোশাক খাতের অন্যতম বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠান।

কারখানা খুলে দেয়ার নোটিশে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন জানান, বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ কারখানা আবার খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন:

তিনি কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইপিজেডে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও সেনাবাহিনী।

গত ১৬ অক্টোবর কারখানাটিতে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সেজু