মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ ভাগ নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংগঠন।
গত কয়েক মাস ধরে চলমান মিছিল, সভা, সমাবেশসহ নানা কর্মসূচির পরও একটি পক্ষ সবকিছু উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ও লালদিয়ার চর ডেনিস কোম্পানির হাতে তুলে দেয়ার চেষ্টা করছে বলেও জানান তারা।
আরও পড়ুন:
এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানান শ্রমিকরা। দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন এ শ্রমিক নেতারা।
এর আগে, গত ১ নভেম্বর চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরকে দেয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করে শ্রমিক ও কর্মচারীরা।





