এনসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের দেয়ার চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামে শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ
চট্টগ্রামে শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ শ্রমিক।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ ভাগ নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংগঠন।

গত কয়েক মাস ধরে চলমান মিছিল, সভা, সমাবেশসহ নানা কর্মসূচির পরও একটি পক্ষ সবকিছু উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ও লালদিয়ার চর ডেনিস কোম্পানির হাতে তুলে দেয়ার চেষ্টা করছে বলেও জানান তারা।

আরও পড়ুন:

এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান জানান শ্রমিকরা। দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন এ শ্রমিক নেতারা।

এর আগে, গত ১ নভেম্বর চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরকে দেয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করে শ্রমিক ও কর্মচারীরা।

এসএইচ