৭ দফা দাবিতে কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

সাত দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এসময় পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে আমাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। তাই আমাদের আর বসে থাকার সুযোগ নেই। সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়। এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দু'পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

এএইচ