রাঙামাটির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ

ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ
ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাউখালী উপজেলার গহীন জঙ্গলে পাহাড়ি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার কাউখালী উপজেলার কোলাপাড়া, নাইল্লাছড়ি এলাকায় ইউপিডিএফের (মূল) শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন:

অভিযানের সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়।

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে ওই স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এসএস