ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, দুইটি ককটেল ও পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার করেছে র‍্যাব।গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে-এমন খবর পেয়ে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালানো হয়।

পরে ভেতরে দেশিয় পাইপ গান, দুইটি ককটেল ও থানা হতে লুট হওয়া পিস্তলের এক রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ