টাঙ্গাইলে রেললাইনে ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

ক্ষতিগ্রস্ত রেললাইন
ক্ষতিগ্রস্ত রেললাইন | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এতে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের উপর রেল লাইনে ভাঙা দেখা যায়। পরে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করে রেলওয়ে কর্তপক্ষ।

স্থানীয়রা জানান, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হয়। এরপর এগিয়ে সেখানে গেলে রেল লাইন ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে খবর দেয়া হয়।

রেলওয়ের লোকজন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরবর্তীতে ভাঙা রেললাইন খুলে মেরামতের কাজ শুরু করা হয়। দ্রুত সময়ের মধ্যে মেরামতের কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএইচ