পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে । পরে আহত ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ।
আরও পড়ুন:
তবে ওসমানী নগর থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।





