নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি

শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান
শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান | ছবি: এখন টিভি
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্তৃক বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান।

নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

কর্নেল বি এম তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের আওতাধীন চারটি সেক্টরের তেরোটি ব্যাটালিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার এলাকাজুড়ে বিজিবি সদস্যরা সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৭ জেলার ৫৬ উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত জনবল মোতায়েন, বেইজ ক্যাম্প ও চেকপোস্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। এরইমধ্যে ভোটকেন্দ্রের রেকি কার্যক্রম শুরু হয়েছে ও বিজিবি সদস্যদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে।

আরও পড়ুন:

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, সন্ত্রাসী তৎপরতা, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার কথাও জানায় বিজিবি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানানো হয়।

এছাড়াও তিনি জানান, বিজিবি সরাইল রিজিওনের ৪টি সেক্টরের অধীনে ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৭২ জন আসামিসহ ১৬৪ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪৭২ টাকার চোরাচালানদ্রব্য, ৫ কোটি ৩০ হাজার টাকার বেশি মাদকদ্রব্য আটক ও ২টি বিদেশি পিস্তল, ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেনোনেটর উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ