কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে নিহত হয়েছেন লরির চালক ও হেলপার। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন। এছাড়া একই দিনে জেলার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

নিহত চালক আবদুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে এবং হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।

এসআই ফারুক জানান, ঘন কুয়াশার কারণে ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে ধাক্কা দেয় লরি। এতে লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই মারা যায় চালক। এসময় গুরুতর আহত অবস্থায় হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মারা যান তিনি।

আরও পড়ুন:

এদিকে আজ দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া–সিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আক্তার। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।

এসএইচ