প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালক আলমগীর হোসেনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এসময় তার কাছ থেকে ৭'শ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। আরো টাকার দাবিতে দেশিয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এসময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
পরে পুলিশ আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত ট্রাক চালক আলমগীর যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মরলের ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।





