গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দিবাগত রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বিওপি এলাকা দিয়ে এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবির আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) মহিষকুন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি এবং ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানির এসি অনিল কুমারের নেতৃত্বে বিএসএফ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
ভারতের অভ্যন্তরে সীমান্তের মেইন পিলার ১৫৪/০৭ এস সংলগ্ন চাইডোবা মাঠে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে ওই ভারতীয় নাগরিকদের বিএসএফের কাছে বুঝিয়ে দেয়া হয়।
পরিচয় যাচাইয়ে জানা যায়, ওই ১৪ জনই ভারতের ওডিশা প্রদেশের জগতসিংপুর জেলার বাসিন্দা। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন মেনে নেওয়া হবে না। যেকোনো মোকাবিলায় সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’





