নারায়ণগঞ্জে পৃথক অভিযানে বিপুল গাজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

আটক করা গাজা
আটক করা গাজা | ছবি: এখন টিভি
0

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৪৩ দশমিক ৫ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।

র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে র‍্যাব-১১ এবং র‍্যাব-৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আল আমিন (৩২) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৪৩ দশমিক ৫ কেজি গাঁজা এবং একটি বড় ট্রাক।

আরও পড়ুন:

এছাড়া, একই দিন দুপুরে র‍্যাব-১১ এর আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সদর থানার বিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাকির হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫ বোতল ফেনসিডিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ