হবিগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিভিন্ন পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন:

এসময় ঘটনাস্থলেই নিহত হন চালক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এফএস