দুর্ঘটনা আহতরা হলেন; নায়েক মো. মোয়াজ্জেম, সেলিম ও রাকিব। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত নায়েক মোয়াজ্জেমকে হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, সাজেকের সিজকছড়ার হাউজপাড়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের সাজেক বেইস ক্যাম্পের স্কট পিকআপ হিসেবে ওই সড়কের দায়িত্বে নিয়োজিত ছিলো।
আরও পড়ুন:
সাজেক স্কট পিকআপটিতে আটজন বিজিবি সদস্য ছিলো। দুর্ঘটনায় তিনজন আহত হলেও বাকীরা নিরাপদে আছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর আঘাত পাওয়া নায়েক মোয়াজ্জেমকে দ্রুত হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানো হয়েছে ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির পিকআপ পাহাড়ের খাদে পড়ে তিন সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেছেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হেলিকপ্টার সিএনএইচে পাঠানো হয়েছে।’





