এসময় বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে।’
আরও পড়ুন:
বক্তব্য রাখেন পাবনা জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মহিউল আলম, সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, পাবনা জেলা চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মজিদ, পাবনা জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি ফজলুল হকসহ আরও অনেকে।





