খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রঙ্গাচড়া এলাকার একটি হাওরে ধান কাটার সময় হঠাৎ ক্ষেতের ভেতরে একটি ভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পেয়ে সেটিকে আটক করেন কৃষকরা। পরে স্থানীয় বাসিন্দা মো. জুয়েল মিয়া এ মেছো বাঘটিকে তার নিজের বাড়িতে নিরাপদে রাখেন।
জুয়েল মিয়া বলেন, ‘তাহিরপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাশের পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল থেকে প্রাণীটি লোকালয়ে চলে আসলে আমরা এটিকে ধরে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং বিষয়টি স্থানীয় (বিজিবি) ও বন বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তা আসলে প্রাণীটি তাদের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন:
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘বন্য প্রাণীটি উদ্ধারের জন্য বন বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। প্রাণীটিকে দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।’
জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ‘তাহিরপুরের সীমান্তবর্তী এলাকার একটি হাওরের ধানক্ষেত থেকে হাওরের কৃষকরা একটি মেছো বাঘের বাচ্চা আটক করেন। বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে।’
তিনি বলেন, ‘এখন যেহেতু হাওরের পানি কমে এসেছে, সেজন্য এ মেছোবাঘের বাচ্চাগুলো মাছ শিকার করতে ওঁত পেতে থাকে। তবে এরা মানুষের ওপর আক্রমণ করে না।’





