চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

হাজারীবাগ ও মোহাম্মদপুরে দুই তরুণকে ছুরিকাঘাতে
হাজারীবাগ ও মোহাম্মদপুরে দুই তরুণকে ছুরিকাঘাতে | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে কোতোয়ালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) রাত ২টার দিকে নগরের কোতোয়ালির জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের নাম ইসমাইল হোসেন। তার বয়স আনুমানিক ৩৩। তিনি লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তবে তিনি কি করেন বা নগরের কোন জায়গায় বসবাস করেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:

পুলিশ জানায়, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে।

এফএস