আজ (শনিবার, ২২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর থেকে সৈয়দাবাদ হয়ে নয়নপুর পর্যন্ত এলাকাজুড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দলের কঠিন সময়ে কবীর আহমেদ ভূঁইয়া মাঠে থেকে শুধু দলীয় কর্মকাণ্ডই চালাননি, বরং মামলা-হামলা ও রাজনৈতিক চাপে থাকা কর্মীদের আগলে রেখেছেন। দলের জন্য নিবেদিত এ নেতাকে বাদ দিয়ে কানাডায় বিলাসী জীবন কাটানো মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। মনোনয়ন পুনর্বিবেচনা করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান বক্তারা।





