বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ মানববন্ধন

নেতাকর্মীদের মানববন্ধন
নেতাকর্মীদের মানববন্ধন | ছবি: এখন টিভি
1

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে দেওয়ার দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার, ২২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর থেকে সৈয়দাবাদ হয়ে নয়নপুর পর্যন্ত এলাকাজুড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দলের কঠিন সময়ে কবীর আহমেদ ভূঁইয়া মাঠে থেকে শুধু দলীয় কর্মকাণ্ডই চালাননি, বরং মামলা-হামলা ও রাজনৈতিক চাপে থাকা কর্মীদের আগলে রেখেছেন। দলের জন্য নিবেদিত এ নেতাকে বাদ দিয়ে কানাডায় বিলাসী জীবন কাটানো মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। মনোনয়ন পুনর্বিবেচনা করে কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান বক্তারা।

এএইচ