নারায়ণগঞ্জ বন্দরে ভূমিকম্পের পর শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

তুলার গুদামে আগুন
তুলার গুদামে আগুন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া ভাংতি এলাকায় ভূমিকম্পের পরপরই বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া জানান, তার গুদামে আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যেই তুলায় ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষতি হয়। তিনি দাবি করেন, আগুনে তার প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরো ক্ষয়ক্ষতির হিসাব পরে জানানো হবে।

এএইচ