আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ রায়ে কলিজা ঠাণ্ডা হয়েছে জানিয়ে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান পিতা মকবুল হোসেন। এ-সময় নিজের জীবদ্দশায় রায় কার্যকর দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।
আর রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা জুলাই শহীদ ও আহতের পরিবার হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
একনায়কতন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা এমন মন্তব্য করে এ রায় কার্যকর করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার কারী রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত রেখে যেতে প্রধান উপদেষ্টার কাছে দাবি করেন আবু সাঈদের পরিবার।





