সিংগাইর ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতি

আগুনে পুড়ে যাওয়া ব্যাংকের ভেতরের একটি অংশ
আগুনে পুড়ে যাওয়া ব্যাংকের ভেতরের একটি অংশ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদরে ইসলামী ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে শাখার আটটি কম্পিউটার, দুইটি প্রিন্টার, তিনটি এসি এবং বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ অফিস সামগ্রী পুড়ে যায়।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ কাজে স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, ‘আমাদের দুইটি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা।’

ঘটনার পর সোমবার (১৭ নভেম্বর) সকালে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ ক্ষতিগ্রস্ত শাখাটি পরিদর্শন করেন। এ পরিস্থিতিতে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী।

এএইচ