আশুগঞ্জে বিপুল ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২

ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২
ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ (রোববার, ১৬ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মীর আমিনুল সাগর (৩৫) ও রুশদি ইরানি রুমি (৪৫)। তাদের বাড়ি ঢাকা জেলায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন তথ্য পেয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত ১৪ হাজার ১৫ পিস ইনজেকশন, ট্যাবলেট ও ক্রিম জব্দ করা হয়।

ওষুধগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের দুই আরোহীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি খাইরুল আলম।

এএইচ