আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আন্দোলনকারী পাঁচ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়।
বৈঠক শেষে পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের সদস্যরা এই তথ্য জানিয়েছেন আন্দোলনকারীদের। তবে এবিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হননি জেলা পরিষদের চেয়ারম্যানসহ দায়িত্বশীল কেউ।
আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এ নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গত ১১ নভেম্বর বিকালে অনিবার্য কারণ উল্লেখ করে তৃতীয় দফায় এই নিয়োগ স্থগিত করেন কর্তৃপক্ষ। এতে পরদিন ১২ নভেম্বর সকাল থেকে আন্দোলনে নামেন চাকরি প্রত্যাশীরা। তারা জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।
এবার ৫৮৯টি শূন্যপদে আবেদন করেছিলেন ৬ হাজার ৬৪৮ জন প্রার্থী। এর আগে এই নিয়োগ কার্যক্রমে নির্ধারিত লিখিত পরীক্ষা ২০২২ সালের ২৯ মে এবং ২০২৪ সালের ২০ মে— দু’দফায় স্থগিত করা হয়। সবশেষ তৃতীয় দফায় ১১ নভেম্বর এই নিয়োগ স্থগিত করা হয়।





