স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন:
ঢাকা মেট্রো-ব-১০-০৬৬৮ নম্বরের বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী পরিবহনে ব্যবহৃত হয় বাসটি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। এবং আশপাশের সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।





