শিবালয়ে স্কুলবাসে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

আগুনে পুড়ে যাওয়া বাস
আগুনে পুড়ে যাওয়া বাস | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৮ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন:

ঢাকা মেট্রো-ব-১০-০৬৬৮ নম্বরের বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী পরিবহনে ব্যবহৃত হয় বাসটি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। এবং আশপাশের সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এএইচ