স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি জঙ্গলের ভেতরে কাঠ কাটতে গেলে নারীর মরদেহ দেখতে পান। পরে, পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন:
অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





