আশুলিয়ায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ঢাকার আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মধ্য পাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি জঙ্গলের ভেতরে কাঠ কাটতে গেলে নারীর মরদেহ দেখতে পান। পরে, পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন:

অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ