বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাজের দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়।
স্থানীয়রা জানায়, আব্দুর রউফ ও তার আপন ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের বালু ভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুল জলিল পন্থীরা আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
অপরদিকে রউফ পন্থিদের বিরুদ্ধেও জলিল পন্থিদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
এ বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে বলেন, আব্দুর রউফ পরিকল্পিতভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালান। অপরদিকে, আব্দুর রউফ পক্ষ থেকে অভিযোগ করা হয়, জলিল পন্থিরা তাদের ওপর হামলা চালিয়েছে।
সংঘর্ষে আ. রউফের চারটি ঘরে আগুন দেয়া হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়ে দুই ভাইকেই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়টি আমরা তদন্ত করছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





