নেত্রকোণায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

দুর্ঘটনা কবলিত বাস
দুর্ঘটনা কবলিত বাস | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন মিয়া (১৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ (বুধবার, ৫ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোণায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার যাত্রীসহ আরও দু’টি মোটরসাইকেল থাকা বেশ কয়েকজন আহত হয়েছে।

নিহত অটোচালক ইয়াসিন মিয়া সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের চরপাড়া গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কলমাকান্দা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস নেত্রকোণা থেকে যাত্রী নেয়ার জন্য ছেড়ে আসে। বেপরোয়া গতিতে বাসটি সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাসহ সড়কের ওপর থাকা আরও দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালক ইয়াসিন মিয়ার। স্থানীয়রা দ্রুত আহত বেশ কয়েকজনকে নেত্রকোণা সদর হাসপাতালে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে অবস্থা বেগতিক দেখে গাড়ি রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক ও হেল্পার।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ঘাতক সাগরিকা পরিবহনের নামে একটি বাস জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে চালক ও হেল্পার। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এসএস