বান্দরবানে নিখোঁজ রেংনয়া ম্রোকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন
বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

বান্দরবানে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র রেংনয়া ম্রো নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ৩ নভেম্বর) বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

রেংনয়া ম্রো নিখোঁজ হওয়ার পর স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশানুরূপ পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও রেংনয়া ম্রোকে উদ্ধারে প্রশাসনের ভূমিকা হতাশাজনক। তারা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার ও ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সহ দ্রুত রেংনয়া ম্রোকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এএইচ