চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ইশরাত এলিজা
চাঁদপুর
জব্দ করা ইলিশ মাছ
জব্দ করা ইলিশ মাছ | ছবি: এখন টিভি
0

চাঁদপুরে এবার সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। এই ঘটনায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন মাছ ঘাটে এ অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘চাঁদপুর মাছঘাটে বিক্রির উদ্দেশ্যে ভোলা মনপুরা থেকে নিয়ে আসা ইলিশ ভর্তি একটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এসময় প্রায় সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করা হয়। পরে কেরোসিন ঢেলে মাটি চাঁপা দিয়ে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী হেলাল মাঝিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন:

অভিযানে মৎস্য বিভাগ ও সেনাবাহিনীর একটি টিম অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল একই বাজারে পচা ইলিশ বিক্রির দায়ে অপর এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

ইএ