ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে একটার দিকে আমতলী এলাকায় একটি টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভাঙ্গারি দোকান, অটোমোবাইল সার্ভিসিং সেন্টারসহ মোট পাঁচটি দোকানে।
আরও পড়ুন:
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





