যেখানে ১০ম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। একইদিনে সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। আজ সকালে, হালিশহর আর্টিলারি প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজে তাদের বরণ করে নেয়া হয়।
আরও পড়ুন:
এসময় নবনিযুক্ত দুই কর্নেল কমান্ডেন্টকে পরিয়ে দেয়া হয় কর্নেল রেঙ্ক ব্যাচ। পরে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালনে সৈনিকদের প্রতি আহ্বান জানান তারা।





