স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা করে পাঁচজন যাত্রী শেরপুর জেলা শহরে আসছিল। এদিকে জেলা শহর থেকে জামালপুরগামী একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন-জেলা শহরের চকপাঠক মহল্লার বাসিন্দা মো হামিদ মিয়া (২৬), পিতা: মজিবর রহমান, মোস্তাক আলী (২৫), পিতা: মোজাহার আলী, সদরের চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আনিকা আক্তার (৯), আবির হোসেন (৪), পিতা: এখলাছ আলী এবং চরমোচারিয়া ইউনিয়নের মনি বেগম (৩৫), স্বামী: ফারুক আহম্মেদ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে মনি বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।





