মিরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

পিকআপ-সিএনজি সংঘর্ষস্থল
পিকআপ-সিএনজি সংঘর্ষস্থল | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে পিকআপ ও সিএনজির সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০), মো. হোসাইন (১২)। তারা সম্পর্কে মা-ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী জানান, সিএনজিটি করেরহাট থেকে রামগড় যাচ্ছিল। ফরেস্ট অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত হয় আরও ২ জন। এতে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে গাড়ি চলাচল সচল করে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা-কবলিত গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ