জীবিত উদ্ধার হওয়া শিশুটির নাম নুরুউদ্দিন (৭)। সে ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে। নুরুউদ্দিন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। নিখোঁজ অপর শিশু নুরুউদ্দিনের মামাতো ভাই একই গ্রামের খোকন মিয়ায় ছেলে হাবিব (৪)।
উদ্ধার হওয়া শিশুর চাচা বিল্লাল হোসেন বলেন, ‘তার সাত বছর বয়সী ভাতিজা নুরুউদ্দিন ও তার এক মামাতো ভাইকে নিয়ে নদীতে গোসল করতে নেমে স্রোতের ঘূর্ণিতে ডুবে যায়। এসময় স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করে। কিন্তু বেড়াতে আসা তার মামাতো ভাইকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা মো. নূরে আলমের নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত শিশুটি উদ্ধার করা যায়নি। কাল ফের অভিযান শুরু হবে।’
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় বিষয়টি ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করা হয়। পরে ময়মনসিংহ ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকার কারণে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’





