নির্বাচন নিয়ে বিএনপি- জামায়াতকে সতর্ক থাকতে হবে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু | ছবি: সংগৃহীত
0

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতকে সতর্ক থাকতে হবে। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রশাসনে আওয়ামী দোসরদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশকে রক্ষার জন্য সবাইকে তৈরি থাকতে হবে। যারা পরীক্ষিত তাদেরকে ক্ষমতায় আনতে হবে। গণহত্যাকারীরা যেন আবার ফিরে আসতে না পারে সেদিকে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশে আসলে নিরাপদে থাকবে এটা জনগণ বিশ্বাস করে না। সতর্ক না থাকলে আমাদের বিপদ আসতে পারে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়ে শেখ হাসিনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সেজু